ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

 কর্মী সম্মেলনের মাধ্যমে জন্ম নেয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-৩১)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ৫ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৯:০৭, ৯ এপ্রিল ২০২৩

১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে জন্ম নেয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। আওয়ামী লীগ গঠনের পর ১৯৪৯ সালে অনুষ্ঠিত কাউন্সিলে সাধারণ সম্পাদক হন শামসুল হক। এরপর ১৯৫৩ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত দলের দ্বিতীয় সাধারণ সম্পাদকের  দায়িত্ব পালন করেন শেখ মুজিবুর রহমান।

১৯৫৩ সালের ১৪ ও ১৫ নভেম্বর মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশন বসে ময়মনসিংহে। যুক্তফ্রন্ট গঠনের ব্যাপারে প্রণিধানযোগ্য আলোচনা হয়। ততোদিনে পাকিস্তান সরকার ১৯৫৪ সালে সাধারণ নির্বাচন ঘোষণা করে। সবগুলো বিরোধীদল ও ছাত্রসমাজ একত্র হলে যুক্তফ্রন্ট গঠন সময়ের দাবিতে রূপ নেয়। কারণ ততোদিনে মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণ, দমননীতি, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সীমাহীন বৈষম্য, বাংলা ভাষার প্রতি অবমাননা-ইত্যাদি নানা কারণে পূর্ব বাংলার সাধারণ মানুষ ও নেতৃবৃন্দ বিপ্লবী ওঠে।   

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি